জিতলেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত। হারলে আগামীকাল পাকিস্তানকে হারাতে হবে। তবে টানা দুই ম্যাচে হারলে ফাইনালের আগে বিদায় নিতে হবে।
শুধু লিটন কুমার দাসই নন, আজ দলে ৪টি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। দলে নেই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসান। তাদের পরিবর্তে দলে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।
বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ।
এর আগে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাকে। আজ ভারতকে হারাতে পারলে ফাইনালে চলে যাবে টাইগাররা।
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার বিপক্ষে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা।
এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুইবার জিতেছে এবং ১৩ বার হেরে গেছে।
বাংলাদেশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।
Leave a Reply