অবসর নিয়ে এখনই ভাবছেন না মেসি

অবসর নিয়ে এখনই ভাবছেন না মেসি

অনলাইন ডেস্ক:

৩৬ বছর বয়সে স্বাভাবিকভাবেই ফুটবল প্রেমিদের মনে প্রশ্নটা উঁকি দিয়েই যায়, কবে অবসর নেবেন লিওনেল মেসি। এ ব্যাপারে আগেও কথা বলেছেন কিং লিও। তবে এবার সবকিছু খোলসা করে তিনি জানিয়ে দিলেন, এখনই অবসর নিয়ে ভাবছেন না। খেলতে চান। মাঠের ফুটবল ও অনুশীলনে উপভোগ করতে চান।

ক্যারিয়ারে লিওনেল মেসির কোন অপূর্ণতা নেই। গত বছরেই এ তারকা আর্জেন্টিনার জার্সিতে জিতেছেন বিশ্বকাপ। ইতোমধ্যে ক্লাব ক্যারিয়ারে ঠিকানা বদলে পাড়ি জমিয়েছেন মার্কিন মুল্লুকে। নতুন ক্লাবেও সময়টা দারুণ উপভোগ করছেন তিনি।

মেসির ছোঁয়ায় যেন রাতারাতি বদলে গেছে  ইন্টার মিয়ামি। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে প্রথমবারের মতো ক্লাবকে লিগস কাপের শিরোপা জিতিয়েছেন। এরমধ্যেই তুলেছেন আরেকটি ফাইনালে। নিজেও আছেন দারুণ ছন্দে।

সম্প্রতি অ্যাপল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে অবসর ইস্যুতে মেসি বলেন, আমি সত্যি বলছি, এখনও অবসর নিয়ে ভাবছি না। আমি খেলতে পছন্দ করি, বলের সঙ্গে, মাঠে থাকা, প্রতিদ্বন্দ্বিতা বা অনুশীলন করা; এসব উপভোগ করি। আমি জানি না আর কতদিন খেলবো কিন্তু চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়, খেলাটাকে লম্বা করার।

মেসি আরও বলেছেন, যতক্ষণ অবধি সুস্থ আছি; এরপর দেখা যাবে। পরে এসব নিয়ে ভাবার, বিশ্লেষণ করার ও বেছে নেওয়ার সময় আছে। আজকের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে কী বাকি আছে সেটা উপভোগ করা, এটা অল্প হোক কিংবা অনেক বেশি; কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারটা থাকা।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme