অভিনেতা মুকুল দেব আর নেই

অভিনেতা মুকুল দেব আর নেই

হিন্দি, পাঞ্জাবি ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৪ মে) ৫৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো প্রকাশ করা হয়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুকুল দেবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুদের অনেকেই। অভিনেতা বিন্দু দারা সিং এক্স (টুইটার)-এ লেখেন, শান্তিতে বিশ্রাম নাও আমার ভাই।তোমার সঙ্গে কাটানো সময় সবসময় মনে রাখব। ‘সন অফ সর্দার টু’-তে তুমি দর্শকদের হাসির রোল তুলবে এটাই তোমার শেষ কাজ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

বিন্দু আরও জানান, মা-বাবার মৃত্যুর পর মুকুল অনেকটা একাকী হয়ে পড়েন। কারও সঙ্গে যোগাযোগ করতেন না, ঘর থেকেও খুব একটা বের হতেন না। শেষ কয়েকদিন তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমার সমবেদনা তার ভাই ও শুভাকাঙ্ক্ষীদের জন্য। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।

অভিনেত্রী দীপশিখা নাগপাল মুকুল দেবের মৃত্যুর খবরে বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বাসই হচ্ছে না তিনি আর নেই। অন্যদিকে, অভিনেতা মনোজ বাজপেয়ী এক্স-এ লেখেন, শব্দ দিয়ে বোঝানো কঠিন, কী অনুভব করছি। মুকুল আমার ভাইয়ের মতো ছিলেন। খুব তাড়াতাড়ি চলে গেলেন। মুকুল, তোমাকে মনে রাখব চিরকাল… আবার দেখা হবে,

প্রসঙ্গত, ১৯৭০ সালের ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে জন্ম নেয়া মুকুল দেব ১৯৯৬ সালে টেলিভিশন সিরিজ ‘মুমকিন’ এর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। একই বছর বলিউডে সুস্মিতা সেন-এর বিপরীতে ‘দস্তক’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। হিন্দি, পাঞ্জাবি, তেলেগু, তামিল, কন্নড়, বাংলা ও মালয়ালমসহ একাধিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সন অব সরদার’, ‘আর রাজকুমার’, ও ‘জয় হো’। তার হঠাৎ মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme