আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ছাত্রদলের

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ছাত্রদলের

নারী নিপীড়নবন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে রাজপথে নামার হুশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।আজ সোমবার দুপুরে হাইকোর্টের সামনে এক মানববন্ধ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই হুশিয়ারি দেন।

তিনি বলেন, ‘অর্ন্তবর্তীকালীন সরকারের কর্মকাণ্ডের ব্যাঘাত ঘটে আজ পর্যন্ত কোনো কর্মসূচি দেইনি। কিন্তু এই ধরনে ঘটনা অব্যাহত থাকে, নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই আমরা বলতে চাই, অতি শিগগরি ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য হবে। আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের পুরো ছাত্র সমাজের অনুভূতি বুঝার চেষ্টা করেন, আছিয়ার ধর্ষকদের বিচার অতিদ্রুত নিশ্চিত করেন। দয়া করে আজকে থেকে আরও বেশি সচেষ্ট হোন।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণ, নারী নিপীড়নের বিচার দ্রুত নিশ্চিত করেন। অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করেন তাহলে আমরা আপনাদের দিকে আঙ্গুল তুলতে বাধ্য হব। যেভাবে ছিনতাইকারীরা সন্ধ্যার পর হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনটি ছাত্র দলের নেতাকর্মীসহ সাধারণ ছাত্রছাত্রীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন নারায়নগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরাকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সে জন্য আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি করুন। আছিয়াসহ বিভিন্ন ধর্ষণ ঘটনার দ্রুত তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে সংহিসতা তৈরি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিও জানান ছাত্র দল সভাপতি।

ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, গত সাড়ে ১৫ বছর নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে নির্মমতা অথবা যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কিন্তু গণমাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হয়নি। আপনারা দেখেছেন, ২০১৮ সালে নোয়াখালীর সূবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমার বোন পারুলকে কিভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা… তার বিচার নিশ্চিত হয়নি। আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা গণধষর্ণ করেছে তার বিচার এখন নিশ্চিত করা যায়নি….। গত সাড়ে ১৫ বছর যে নারী প্রতি নিপীড়ন, ধষণ, অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি যেগুলো এদেশের মানুষ ভুলে যায়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের মনে হচ্ছে, এই অন্তবর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দূর্বল সরকার। দেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি। বাংলাদেশে গত সাড়ে ১৫ বছরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত ৭/৮ মাসে নারীর প্রতি সহিংসতা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে। অর্ন্তবর্তীকালীন সরকারকে অবশ্যই নারীর প্রতি সহিংস ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘মাগুরায় কিভাবে ৮ বছরের শিশুকে ধষর্ণ করা হয়েছে। কিন্তু এদেশের কিছু মানুষ নারীদের পোষাক নিয়ে বার বার কথা বলে আমরা দেখেছি। নারীদের পোষাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার বোন ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয় সেটি ছাত্র দল প্রশ্ন রাখতে চায়।’

নাছির বলেন, ‘আপনারা দেখেছেন, গত কয়েদিন আগের নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তাতে কিন্তু অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সেই ধর্ষক বা নারী নিপীড়নকারীকে তদবীর করে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছে।’

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme