সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর আব্দুস সালাম আকন্দ, উপজেলা প্রাণি সম্পদ অফিসার, সার্জন ডাঃ রাশেদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, প্রেস ক্লাবের সভাপতি সফিউল আলম, থানার ওসি (তদন্ত) মাসুদ রানা, রায়কালী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ প্রমুখ।
সভায় আসন্ন ঈদুল আযহা সকলে সুন্দর ও সুষ্টভাবে কোন বিড়ম্বনা ছাড়া পালন করতে পারেন সে বিষয়ে পুর্ব প্রস্তুতি হিসেবে সকলের সহযোগিতা কামনা ও মাদক সহ সব ধরণের অপরাধ প্রবনতা হ্রাস, বাল্য বিয়ে ইভটিজিং প্রতিরোধ এর উপর আলোকপাত করা হয়।
Leave a Reply