সফিউল আলম সফিঃ আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন নানা কর্মসুচীর মধ্যে দিয়ে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন করেছে ।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা সৃষ্টির লক্ষে আক্কেলপুর –বগুড়া সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানব বন্ধন শেষে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ এর সভাপতিত্বে এক আলোজনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন এ্যাকাডেমিক সুপার ভাইজার মীর মোহামমদ আলী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিউল আলম। থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান, পল্লিবিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক আব্দুর রহমান, গণমাধ্যম কর্মী মওদুদ আহম্মেদ প্রমুখ।
আলোচনান্তে উপজেলার সকল দফতরের মধ্যে ‘আমি ও আমার অফিস দুর্নীতি মুক্ত’ বাক্য যে সব অফিসের প্রধান ফটকে প্রকাশ্য ব্যবহার করে জনসচেতনা সৃষ্টি করে যাচ্ছেন তাদের মধ্যে অগ্রনী ভমিকায় রয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিস, মৎস অফিস, উপজেলা কৃষি অফিস, উপজেলা প্রাণি সম্পদ দপ্তর, উপজেলা একাডেমিক সুপারভাইজারের কার্যালয়,আক্কেলপুর পৌর সভা সহ ৭টি প্রতিষ্ঠানকে সন্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
Leave a Reply