বাংলাদেশে শিশু নির্যাতনের সংখ্যা দিন দিন বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পযন্ত সারা দেশে ৩৫৯ জন মেয়ে শিশু ও ৩৮ জন ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে ৬ বছরের নিচে ৬১ শিশু ধর্ষণ ও ৩৭ শিশু ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ শিশুকে।
এর বাইরে ৯৩ শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে মারা গেছে ৫৯ জন। পারিবারিক সহিংসতার শিকার হয়েছে ৬৪ জন শিশু, যার মধ্যে ৪৭ জনের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ৮০ জন শিশু শিক্ষকের মাধ্যমে নিযাতনের শিকার হয়, দুই জন মারা গেলেও মামলা হয়েছে মাত্র চারটি। শিশু অধিকার নিয়ে গবেষণার অংশ হিসেবে দেশের ১০টি বাছাই করা সংবাদপত্রের তথ্য নিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করেছে ‘স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক বাংলাদেশ’ নামের একটি বেসরকারি সংস্থা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে শিশু অধিকার বিষয়ক এক আলোচনাসভায় গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন’র আর্থিক ও স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের কারিগরি সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করে ‘সচেতন সংস্থা’।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনা মো. ফিরোজ শাহ বলেন, আমাদের শৈশব কেটেছে মাঠেঘাটে খেলাধুলা করে, দৌড়ঝাঁপ দিয়ে। কিন্তু এখন মোবাইল বা ইনডোর গেমে ছেলেমেয়েরা সীমাবদ্ধ থাকছে। খেলার মাঠগুলোয় এখন আর কাউকে খেলতে দেখা যায় না। শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে। এ জাতীয় অধিকার থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। খেলাধুলা, গল্পের মধ্যে দিয়ে তাদের শৈশবের আনন্দ ফিরিয়ে আনতে হবে।
Leave a Reply