বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করবো। ছয় মাস আগেও ভাবিনি মুক্ত আবহাওয়ায় এ দেশের মানুষের সামনে দুটি কথা বলতে পারবো। এদেশ আমাদের, আমরা কোথাও পালিয়ে যাবো না।’ রবিবার দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, ‘আমরা বেকার যুবকদের বাংলাদেশ চাই না। আমরা কর্মঠ ও স্বাবলম্বী যুবকদের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। কোনো অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলতে দেওয়া হবে না। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পুরুষের পাশাপাশি নারী তার কর্মস্থলে নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারে, কোনো জালিম যেন তার দিকে চোখ তুলে তাকাতে না পারে।’ এসময় ডা. শফিকুর রহমান বাংলাদেশকে একটি বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে থাকার আহ্বান জানান।
Leave a Reply