ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ

ফাইল ছবি

ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্সপ্রতি চার হাজার ডলার অতিক্রম করেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের সুদহার আরও কমতে পারে—এমন প্রত্যাশা, এবং ডলারের দুর্বলতা—সব মিলিয়ে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণের মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।

বুধবার স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৩৪ ডলার ৭৩ সেন্টে। একই দিনে ডিসেম্বর ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৩ শতাংশ বেড়ে পৌঁছেছে আউন্সপ্রতি ৪ হাজার ৫৬ ডলার ৮০ সেন্টে।

ঐতিহ্যগতভাবে বিশ্বজুড়ে অস্থিতিশীল সময়ে স্বর্ণকে ‘মূল্য সংরক্ষণের’ মাধ্যম হিসেবে দেখা হয়। এবছর এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৫৪ শতাংশ, ২০২৪ সালে যা ছিল ২৭ শতাংশ।

২০২৫ সালে সবচেয়ে ভাল কাজে আসা সম্পদের অন্যতম এই স্বর্ণ; যা শেয়ারবাজার, বিটকয়েন ও তেলের অগ্রগতিকে ছাড়িয়ে যাচ্ছে।

সুদের হার কমার প্রত্যাশা, চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা, স্বর্ণ-ভিত্তিক ইটিএফে বিনিয়োগ বৃদ্ধি এবং দুর্বল ডলারের কারণে এই প্রবণতা তৈরি হয়েছে।

স্টোনএক্সের বিশ্লেষক রোনা ও’কনেলের মতে, ওইসব বিষয়ের সঙ্গে নতুন মাত্রা যোগ করা সরকারের শাটডাউন পরিস্থিতিও বাজারে ঝুঁকি এড়াতে স্বর্ণের দিকে আগ্রহ বাড়িয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারে শাটডাউন বুধবার অষ্টম দিনে পড়েছে। ফলে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে দেরি হচ্ছে। এতে বিনিয়োগকারীদেরকে বিকল্প সূত্রের ওপর নির্ভর করতে হচ্ছে ফেডের পরবর্তী ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমার সময় ও সম্ভাবনা যাচাইয়ের জন্য।

ফ্রান্স ও জাপানে রাজনৈতিক অস্থিরতা চলমান থাকায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে আকৃষ্ট হচ্ছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ইউক্রেইন সংঘাত, ফ্রান্স ও জাপানের রাজনৈতিক অস্থিরতা- এসব কিছুও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়াচ্ছে।

পাঁচ বছরের মধ্যে প্রথম উন্নত দেশগুলোর স্বর্ণ-ভিত্তিক ইটিএফে বিনিয়োগ বাড়াও- এই উত্থানের অন্যতম কারণ বলে জানিয়েছেন ডয়েচে ব্যাংকের বিশ্লেষক মাইকেল।

তবে স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতু রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে। রূপার দাম এখন আউন্সপ্রতি ৪৮ ডলার, প্লাটিনামের ১ হাজার ৬৫৩ ডলার এবং প্যালাডিয়ামের ১ হাজার ৩৫৫ ডলার।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme