নিউজ ডেস্ক
ইরানে জোড়া বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) ইরানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্স’র।
২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানির কবরের কাছে এ ঘটনা ঘটে। তার মৃত্যুবার্ষিকীকে ঘিরে সেখানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রথম এবং পরে দ্বিতীয় বিস্ফোরণের খবর প্রকাশ করে। দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর কেরমানে ওই বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলেও জানায় তারা। ইরানের কিছু সংবাদ সংস্থা বলছে, অন্তত ৫০ জন আহত হয়েছেন।
কেরমান প্রদেশের একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানায়, সন্ত্রাসী হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। ইরানের আধা-সরকারি নুরনিউজ জানিয়েছে, জেনারেল সোলাইমানির কবরে যাওয়ার রাস্তায় এর আগে কয়েকটি গ্যাস ক্যানিস্টারের বিস্ফোরণ হয়।
রাষ্ট্রীয় টিভির ফুটেজে দেখা যায়, আহতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছে রেড ক্রিসেন্টের সদস্যরা। সোলাইমানির মৃত্যুবার্ষিকী সামনে রেখে তার কবরের সামনে সেখানে শত শত ইরানি জড়ো হয়েছিল।
Leave a Reply