ইরান-ইসরায়েল সংঘাত দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। দুই দেশই একে অপরকে লক্ষ্য করে শত শত মিসাইল ছোড়ার পাশাপাশি নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইস্যুটি নিয়ে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সিএনএন জানায়, চীনের প্রেসিডেন্ট এই সংঘাত নিরসনে ‘বড় শক্তিগুলোর’ প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ফোনালাপে ইসরায়েলের ইরানবিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন দুই নেতা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই চীনের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়- বিশেষ করে বড় শক্তিগুলোর তাদের উচিত পরিস্থিতি ঠান্ডা করার উদ্যোগ নেওয়া, উল্টোটা নয়।
এ ছাড়া তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানান। চলমান উত্তেজনা কমানোর জন্য বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানান শি জিনপিং।
ফোনালাপে পুতিনকে চীনের প্রেসিডেন্ট বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলো- বিশেষ করে ইসরায়েলের দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়া উচিত, যাতে পরিস্থিতি আর না বাড়ে এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে পড়া ঠেকানো যায়।
ফোনালাপের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, পুতিন ও জিনপিং একমত যে এই সংঘাতের বা ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই। এগুলোর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সম্ভব।
পুতিনের বক্তব্য তুলে ধরে ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, যদি প্রয়োজন হয়, রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার যেকোনো সম্ভাব্য উদ্যোগ নেওয়া হবে। চীনের প্রেসিডেন্টও এমন মধ্যস্থতাকে সমর্থন জানিয়েছেন, কারণ এটি বর্তমান অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে সহায়ক হতে পারে।
দুই দেশ একমত হয়েছে, আগামী দিনগুলোতে তাদের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকবে।
Leave a Reply