ইসরায়েলি হামলার নিন্দা ২১ আরব-মুসলিম দেশের

ইসরায়েলি হামলার নিন্দা ২১ আরব-মুসলিম দেশের

file photo

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ২১টি আরব ও মুসলিম দেশ যৌথ বিবৃতি দিয়েছে। একইসঙ্গে তারা আঞ্চলিক উত্তেজনা কমানো, নির্বিচারে পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে।

মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা এই তথ্য নিশ্চিত করেছে। এই বিবৃতি এসেছে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তির উদ্যোগে, যিনি অঞ্চলজুড়ে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর তা চূড়ান্ত করেন।

যৌথ বিবৃতিতে অংশ নেওয়া দেশগুলো হলো—তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, বাহরাইন, ব্রুনেই, চাদ, গাম্বিয়া, আলজেরিয়া, কোমোরোস, জিবুতি, সৌদি আরব, সুদান, সোমালিয়া, ইরাক, ওমান, কাতার, কুয়েত, লিবিয়া, মিসর ও মাউরিতানিয়া।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে উল্লেখ করেন। তারা জাতীয় সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও সুসম্পর্ক বজায় রাখার নীতিমালার প্রতি শ্রদ্ধা জানানোর ওপর গুরুত্ব দেন এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধান চান।

তারা চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সতর্ক করেন, এটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তাই তারা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শত্রুতামূলক তৎপরতা অবিলম্বে বন্ধ করতে এবং একটি সর্বাত্মক যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার জন্য শান্তিপূর্ণ উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

গত শুক্রবার ইসরায়েল ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় সমন্বিত বিমান হামলা চালায়, যার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme