নিউজ ডেস্ক:
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, এ নির্বাচন কমিশনের অধীনে দেশে যত ভোট হবে, অবাধ, সুষ্ঠু ও সুন্দরই হবে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাদের ইচ্ছে মতো প্রার্থীকে ভোট দিতে পারবেন।
মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি
ইসি রাশেদা বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় এ কথা আমরা সবাই বলেছি। এই গুরুত্বপূর্ণ কাজটি নির্বাচন কমিশনের পক্ষে একা করা সম্ভব নয়। নির্বাচনকে সফল করতে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মীদের একসঙ্গে এক ধারায় নিয়ে যাওয়াটা এখন নির্বাচন কমিশনের প্রধান কাজ। যাতে কাজগুলো তারা সুষ্ঠুভাবে করতে পারেন। সমন্বয় ছাড়া কখনো কোনো কিছু করা সম্ভব নয়।
তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে যে স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, আমরা আর তার নিচে নামতে দিতে চাই না, বরং ওপরে উঠতে চাই। আসছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করাই আমাদের লক্ষ্য।
Leave a Reply