জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি শুভ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জয়পুরহাট-২ আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সদস্য, কালাই উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশীদ সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনিসুর রহমান তালুকদার, সদস্য ও সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপি জয়পুরহাট, অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক, প্রচার,প্রকাশনা ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতি ও বিজ্ঞ এপিপি, জজ কোর্ট জয়পুরহাট, মোঃ আব্দুস সবুর, সদস্য, কালাই থানা বিএনপি ও সাবেক কোষাধ্যক্ষ জেলা বিএনপি জয়পুরহাট, মোঃ মোজাফফর হোসেন তালুকদার, সাবেক সদস্য, জেলা বিএনপি, জয়পুরহাট। মোঃ এফতাদুল হক, সাবেক যুগ্ম সম্পাদক, জেলা যুবদল জয়পুরহাট, মোঃ আব্দুর রাজ্জাক , সাবেক সাধারণ সম্পাদক, আহমেদাবাদ ইউনিয়ন বিএনপি, দুলাল হোসেন, বিএনপি নেতা, মাত্রায় ইউনিয়ন বিএনপি, জাফরুল ইসলাম রুবেল, বিএনপি নেতা, মাত্রায় ইউনিয়ন বিএনপি।
সঞ্চালনা করেন যুব নেতা মোঃ ফারুক হোসেন।
Leave a Reply