তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজ হওয়ার ৭ দিন পর রদিয়া আক্তার রুহি (৪) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামে নিজ বাড়ির টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় নিহত শিশুর চাচা উপজেলার মাত্রাই ইউনিয়নের হিমাইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে রনি, শিশুর সৎমা আব্দুর রহমানের ২য় স্ত্রী সোনিয়া এবং আব্দুর রহমানের শশুর পাঁচবিবি উপজেলার শালট্টি গ্রামের বাসিন্দা জিয়া কসাইকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, রদিয়া আক্তার রুহি কালাই উপজেলার হিমাইল গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের প্রথম পক্ষের মেয়ে। রুহির আসল মায়ের নাম আর্জিনা। তার প্রথম স্ত্রী আর্জিনা পাশেই বাবার বাড়িতে থাকে। মেয়ে রুহি তার মায়ের সঙ্গে থাকলেও প্রায় প্রতিদিন দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে যেত। গত ২৪ মে সকাল সাড়ে ১১টার দিকে রুহি দাদির সঙ্গে দেখা করতে বাবার বাড়িতে গিয়ে আর মায়ের কাছে ফিরেনি। রুহির কথা জানতে চাইলে রুহির চাচা ও সৎমা জানায় তার দাদি বাড়িতে না থাকায় তাকে মায়ের কাছে পাঠানো হয়েছে। সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন রুহির মা। পরদিন (২৫ মে) কালাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এরপর পুলিশ তদন্ত শুরু করে এবং সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে। এর পর জানা যায়, সোনিয়া আক্তার (রুহির সৎমা), রুহির চাচা রনি এবং জিয়া মিলে শিশুটিকে হত্যা করে মরদেহ বাড়ির টয়লেটের ভেতরে ফেলে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রুহির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।
রুহির মা আর্জিনা জানান, আমার মেয়ে রুহিকে বালিশচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, তাদের পারিবারিক কলহের কারনে রদিয়া আক্তার রুহিকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply