তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, স্টাফ-রিপোর্টার
জয়পুরহাটের কালাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল থেকে উপজেলার বৈরাগীহাট, বোড়াই, ঝামুটপুর, হাতিয়র, পাঁচশিরা ও কালাইহাটসহ বিভিন্ন স্থানে জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী এই লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
এসময় কালাই থানার বিএনপি’র যুগ্ম-আহŸায়ক মো. মৌদুদ আলম, কেন্দ্রীয় যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক মো. মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জয়পুরহাট-২ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ডিসি, সাবেক সচিব মো. আব্দুল বারী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিকনির্দেশনা। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেই সঙ্গে রাষ্ট্রের মূল কাঠামোতে গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার ফিরিয়ে আনতে হলে তারেক রহমান ঘোষিত এই দফা কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য।
তিনি আরও বলেন, বাংলাদেশে যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে,ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি ক্ষমতায় এলেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। আগামী সংসদ নির্বাচনেও খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নটি আগামী সাধারণ নির্বাচনের আগেই সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
Leave a Reply