জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইক গ্রামে শালকের ছুরিকাঘাতে ভগ্নিপতি শহিফুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) দুপুরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে সকালে এ ঘটনা ঘটে।
নিহত শহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার অফসন গ্রামের আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার রাতে বগুড়ার শিবগঞ্জ থেকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পাঁচপাইক গ্রামে শশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন শহিফুল। সোমবার সকালে পারিবারিক কলহের জেড় ধরে শ্যালক জুয়েল হোসেনের সাথে তার কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে শ্যালক জুয়েল তার ভগ্নিপতিকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply