তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর,স্টাফ-রিপোর্টার
“বিনিযোগে অগ্রধিকার, কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটের কালাইয়ে বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। শনিবার সকালে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।
এই দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ব্যালির মাধ্যমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি।
র্যালিটি উপজেলা পরিষদের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক অফিসার মো. আতাউর রহমার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়নুল নাজমা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক ফজলুর রহমান, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি নানা পদক্ষেপের কারণে দেশে কন্যাশিশুদের শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুকের হার কমে এসেছে। নারী ও কন্যাশিশুর মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি বাংলাদেশ এখন জেন্ডার সমতায় সারা বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করছে। তাই কন্যাশিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতসহ তথ্য-প্রযুক্তিতে এগিয়ে থাকার লক্ষ্যে উন্নত বিশ্বের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। কন্যাশিশুদের কল্যাণে অবৈতনিক শিক্ষার প্রচলন, উপবৃত্তি প্রবর্তন, বিনামূল্যে বই বিতরণ, নারী শিক্ষকদের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করছেন।
Leave a Reply