ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে কোক স্টুডিওতে এবার সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের চমক। কোক স্টুডিও বাংলায় এবার ‘জাদু’ নামের একটি গান নিয়ে হাজির হচ্ছেন হাবিব। গানটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কোকস্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে। হাবিবের সঙ্গে গানটিতে দিয়েছেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম।
দীর্ঘ বিরতির পর গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে প্রকাশ পায় সিজন-৩ এর চতুর্থ গান। এরপর ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুই গানই আলোচনায় এসেছে তুমুলভাবে। এবার ‘জাদু’ ঘিরে তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?’ এ ঘোষণায় ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন।
‘জাদু’ গানটি হাবিব ওয়াহিদের ২০০৬ সালে প্রকাশ পাওয়া জনপ্রিয় বাংলা পপ অ্যালবাম ‘শোনো’র দ্বিতীয় গান। এই অ্যালবামে সব মিলিয়ে মোট নয়টি গান ছিল। তার মধ্যে ‘জাদু’ একটি। এবার নতুনভাবে তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের সঙ্গে ফিউশন হয়েছে গানটি।
Leave a Reply