জয়পুরহাট প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাটে পদযাত্রা করেছে জেলা বিএনপি।
শনিবার বেলা ১১টায় শহরের চিনিকল সড়ক থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহাব, শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মণ্ডল, আনিসুর রহমান তালুকদার ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুস সামাদ বাবু, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা তাঁতী দলের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ফারুক হোসেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
Leave a Reply