নওগাঁ প্রতিনিধি:
খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পদযাত্রা করছে জেলা বিএনপি। শনিবার দুপুর ১২টায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
পদযাত্রায় বিএনপি বিপুল পরিমান নেতাকর্মীদের সমাগম ঘটে।
এর আগে বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল এসে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখানে সমবেত নেতাকর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, নওগাঁ পৌরসভার মেয়র ও সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply