ইসরায়েলের লাগাতার হামলায় গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ৫৯ হাজার ছাড়িয়েছে। সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এই পর্যন্ত ইসরায়েলি আক্রমণে আহত হয়েছেন এক লাখ ৪২ হাজার ১৩৫ জন ফিলিস্তিনি।
মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা বলছে, শুধু গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালগুলোতে ১৩৪টি মরদেহ এবং এক হাজার ১৫৫ জন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়েছে। মরদেহগুলোর মধ্যে চারটি আগে থেকেই নিখোঁজ ছিল, যেগুলো উদ্ধার করা হয়েছে ধ্বংসস্তূপের নিচ থেকে। এছাড়া সকাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২০ জনই নিহত হয়েছেন গাজার উত্তরাঞ্চল ও গাজা শহরে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় এক হাজার ২১ জন নিহত হয়েছেন এবং ৬ হাজার ৫১১ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
এই মুহূর্তে গাজায় খাদ্য, পানি, ওষুধ ও বিদ্যুৎ নেই বললেই চলে। হাসপাতালগুলো রোগী ভর্তি নিতে পারছে না, কারণ শয্যা নেই, জ্বালানি নেই, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। আন্তর্জাতিক রেড ক্রস এবং অন্যান্য সংগঠন একাধিকবার গাজাকে “বাসযোগ্যতার সীমার নিচে চলে যাওয়া অঞ্চল” হিসেবে বর্ণনা করেছে। শিশুদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।
Leave a Reply