অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তবর্তী পর্যটন স্পট বড়গুপ টিলায় ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। সোমবার বিকেলের ওই ঘটনায় শামীম আহমদ নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গ্রেপ্তার যুবককে বুধবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়। বিশ্বম্ভরপুরে তার যাতায়াত ছিল। সেখান থেকে হৃদয় আহমেদ নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে ওই কিশোরীর। একপর্যায়ে হৃদয় তার বন্ধু শামীমসহ তিনজন মিলে ওই কিশোরীকে বেড়ানোর কথা বলে বড়গুপ টিলায় নিয়ে যায়।
সেখানে তারা ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। পরে রাতে তাকে সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় ওই তিনজন। খবর পেয়ে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে।
তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী হৃদয়সহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
Leave a Reply