চমক রেখে ক্লাব বিশ্বকাপের দল ঘোষণা রিয়াল মাদ্রিদের

চমক রেখে ক্লাব বিশ্বকাপের দল ঘোষণা রিয়াল মাদ্রিদের

ফাইল ছবি

ট্রফিশূন্য মৌসুম শেষে নতুন কোচ শাবি আলোনসোর অধীনে নতুন মিশনে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপ সামনে রেখে বুধবার (১১ জুন) ৩৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে লস ব্লাঙ্কোরা। যেখানে দলে রয়েছে একাধিক চমক।

২০২৪-২৫ মৌসুমে ঘরোয়া ও ইউরোপিয়ান শিরোপা হাতছাড়া করেছে রিয়াল। দুই মেয়াদে ক্লাবকে অসংখ্য শিরোপা জেতানো কোচ কার্লো আনচেলত্তি হতাশাজনকভাবে বিদায় নিয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক রিয়াল মিডফিল্ডার ও বায়ার লেভারকুজেনকে বুন্দেসলিগা শিরোপা জেতানো শাবি আলোনসো।

আলোনসোর প্রথম চ্যালেঞ্জ ক্লাব বিশ্বকাপ। যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। চলবে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। এই আসরের জন্য মূল দলের পাশাপাশি ‘বি’ দলের কয়েকজন উদীয়মান খেলোয়াড়কে নিয়েও স্কোয়াড সাজিয়েছেন তিনি।

চোট কাটিয়ে দলে ফিরেছেন দানি কারভাহাল, এদের মিলিতাও, ডেভিড আলাবা ও আন্তোনিও রুডিগার। আলোচিত চমক দুই নতুন সাইনিং আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল) ও মরক্কান মিডফিল্ডার হাসনরাতো।

গ্রুপ ‘এইচ’-এ রিয়ালের প্রতিপক্ষ আল-হিলাল, পাচুয়া ও আরবি সালজবুর্গ। ১৮ জুন আল-হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের ক্লাব বিশ্বকাপ যাত্রা। এবার কি আলোনসোর হাত ধরে শিরোপা খরা কাটাতে পারবে মাদ্রিদ? এখন সেটাই দেখার।

রিয়াল মাদ্রিদ স্কোয়াড:

গোলরক্ষক: কোর্তোয়া, লুনিন, ফ্রান গঞ্জালেজ, সার্জিও মেস্ত্রে

ডিফেন্ডার: কারভাহাল, মিলিতাও, আলাবা, আলেকজান্ডার-আর্নল্ড, লুকাস ভাজকেজ, ফ্রান গার্সিয়া, রুডিগার, মেন্ডি, হাসন, ইউসেফ, জ্যাকোবো, আসেনসিও, ফোর্তেয়া, দিয়েগো আগুয়াদো।

মিডফিল্ডার: বেলিংহাম, কামাভিঙ্গা, ভালভার্দে, মদ্রিচ, চুয়ামেনি, আরদা গুলার, সেবায়োস, চেমা, ভিক্টর মুনোজ, মারিও মার্টিন।

ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, এন্দরিক, ব্রাহিম দিয়াজ, গঞ্জালো।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 tulshigonga24.com privacy-policy Contact Us About Us
Design BY NewsTheme