দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের মোট মৃত্যু দাঁড়িয়েছে ১৯৮ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ৭৬ জন, যা মোট মৃত্যুর ৩৮ দশমিক ৩৮ শতাংশ। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৬ জন। সেপ্টেম্বরে এই রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫ হাজার ৮৬৬ জন। এতে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ৪৭ হাজার ৪৩২ জন চিকিৎসা নিয়েছেন। এই হিসাবে শুধু সেপ্টেম্বরেই মোট রোগীর ৩৩ দশমিক ৪৪ শতাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সেপ্টেম্বর মাসই ছিল সবচেয়ে বিপজ্জনক। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয় দিক দিয়েই অন্য সব মাসকে ছাড়িয়ে গেছে এই মাসটি।
জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন মনে করেন, ডেঙ্গুতে মৃত্যু প্রতিরোধযোগ্য হলেও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
তিনি বলেন, ‘এভাবে মৃত্যু হওয়া সরকারের চরম ব্যর্থতা। ডেঙ্গুতে মৃত্যু থামানো সম্ভব, কিন্তু তার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, তা দৃশ্যমান নয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুন মাসে ১৯ জন, আগস্টে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
Leave a Reply