নিউজ ডেস্কঃ
ফরিদপুরে পূর্বপরিকল্পিতভাবে রওশন আলী ও তার ভাতিজা মিরাজুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, হানিফ ওরফে হৃদয়, এনামুল হাসান মিয়া ও কাইয়ুম মিয়া। তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। হানিফ ও হাসান আপন দুই ভাই।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আউয়াল মোল্লা ও রেজাউল মাতুব্বর। তাদেরকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।
রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা এ রায় ঘোষণা করেন।
২০১৯ সালের ১০ আগস্ট নগরকান্দার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে রওশন আলী ও তার ভাতিজা তুহিনসহ অন্যরা আসরের নামাজ শেষে বের হয়ে মাদরাসা মাঠে আসেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে আসামি আউয়াল মোল্লা ও হানিফ মিয়া ওরফে হৃদয়সহ অন্য আসামিরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আসামি আউয়াল মোল্লার হুকুমে হানিফ মিয়া ওরফে হৃদয়সহ অন্য আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও শর্টগান দিয়ে উপর্যুপুরি গুলি করেন। এতে ঘটনাস্থলেই রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন গোলাম রসুল বিপ্লব, গোলাম মাওলাসহ আরও কয়েকজন। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।
Leave a Reply