আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব সজলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল বিকেলে জয়পুরহাট জেলা প্রশাসন চত্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত চেয়ারম্যান সেলিম মাহবুব সজল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের বামনীগ্রাম কানচপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। সে তিলকপুর ইউনিয়ন আ.লীগের নেতা।
মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই ফারুক হোসেন জানান, সেলিম মাহবুব সজলের বিরুদ্ধে জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাগুলি ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বেলা ১২টায় জয়পুরহাট চীফ জুডিয়াল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply