নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জয়পুরহাটে ৬২ জন ইমাম-মোয়াজ্জিনদের ঈদ সামগ্রী দিয়েছেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। বুধবার বিকেলে জয়পুরহাট পৌরসভার মিলনায়তনে জেলা ইমাম কল্যাণ সংস্থার ইমাম-মোয়াজ্জিনদের মাঝে নিজ উদ্যোগে তিনি এসব বিতরণ করেন।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল- সেমাই, চিনি, মুরগী, মসলা, তেল, চাল ও শাড়ি-পাঞ্জাবি।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ইমাম কল্যাণ সংস্থার সভাপতি মওলানা মোঃ জয়নাল আবেদিন, মওলানা মোঃ সহ-সভাপতি আনাচ পারভেজ, সাধারণ সম্পাদক মওলানা মোঃ মাসুদ রানা, সহ-সাধারণ সম্পাদক মওলানা মোঃ গোলাম মর্তুজা, ক্যাশিয়ার মওলানা মোঃ জোবায়ের হোসেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, প্রতিবছর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক আমাদের ইমাম-মোয়াজ্জিনদের পাশে দাড়ান। এবারও আমাদের সংগঠনের ৬২ জনকে তিনি ঈদের উপহার দিয়েছেন। আমরা অনেক খুশি।
Leave a Reply