নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্যে শোভাযাত্রা মাছের পোনা অবমুক্ত করন ও আলোচনা সভার মধ্যেদিয়ে জয়পুরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্যে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাটির আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মামুন খান চিশতী, জেলা মৎস্য কর্মকর্তা জি, এম সেলিম,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহীর উদ্দীন,জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারে আমলে মৎস্য চাষে বাংলাদেশ অনেক এগিয়েছে। সরকারের স্মার্ট সিধান্তে মৎস্য এগিয়ে যাচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে মাছ চাষ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আশাব্যাক্ত করেন বক্তারা।
Leave a Reply