জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মাস্টারপাড়া এলাকা থেকে চাকরির নামে প্রতারণার অভিযোগে ভূয়া র্যাব সদস্য ও বিমান বাহিনীর এক ভূয়া অফিস সহায়ককে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে র্যাবের একটি কটি উদ্ধার করা হয়।
রবিবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাটোরের নলডাঙা উপজেলার বাসুদেবপুর বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে তরিকুল ইসলাম সোহাগ ও আক্কেলপুর উপজেলার চকবিলা গ্রামের মনোয়ার হোসেনের ছেলে নাঈম হোসেন।
র্যাব জানায়, তরিকুল ইসলাম সোহাগ নিজেকে র্যাব সদস্য ও তার সহযোগী নাইম হোসেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিস সহায়ক পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে সাধারণ মানুষদের সাথে প্রতারনা করে আসছিলেন। তারা আক্কেলপুরের মাস্টারপাড়া এলাকার এক ব্যক্তিকে বাংলাদেশ বিমান বাহিনীর সিভিল গাড়ি চালক পদে চাকরি দেওয়ার নামে ১২ লক্ষ টাকা চুক্তি করে। এদিকে শনিবার বিকেলে তারা ওই গ্রামে এসে চাকরির পরীক্ষার প্রশ্নপত্র দেয়ার নামে অগ্রিম ২৬ হাজার ৩শ টাকা দাবী করলে ওই ব্যক্তির মনে সন্দেহ হয়। এসময় তিনি র্যাবকে খবর দিলে র্যাব ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে। সেসময় তাদের মোটর সাইকেল তল্লাশি করে র্যাবের একটি কটি উদ্ধার করা হয়।
Leave a Reply