জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সাথে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থাটির কেন্দ্রীয় উপদেষ্টা কর্ণেল জগলুল আহসান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মতিয়র রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, এমএ ওহাব, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ, সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, জাতীয় নাগরিক পার্টির জেলা কমিটির যুগ্ন সমন্বয়কারী ওমর আলী বাবু ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি নুর ই আলম।
Leave a Reply