সেলিম হোসেন, জয়পুরহাট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের উদ্যোগে জয়পুরহাটে প্রথমবারের মতো বিনামূল্যে চালু হয়েছে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যার আগে জয়পুরহাট শহরের আবুল কাশেম ময়দানে এ সেবার উদ্বোধন করা হয়।
জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ২০টি পয়েন্টে সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা উপভোগ করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন, ফেলিসিটি স্টারলিংক বিডির সি.ই.ও সারফুল আলম, ইউনাইটেড আইসিটি এলাইন্সের সদস্য সচিব রিয়াদ হাসনাইন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব, জেলা যুবদলের সাবেক আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, শহর বিএনপির সা্বেক আহবায়ক মতিয়র রহমান ও জেলা যুবদল নেতা বেলায়েত হোসেন বেনু।
ফয়সল আলিম জানান, স্টারলিংক প্রযুক্তি দেশের গ্রামীণ এলাকাতেও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে সহায়তা করবে। সারা দেশে তিনটি স্থানে এই সেবা চালু করা হয়েছে, এর মধ্যে জয়পুরহাট তৃতীয় শহর। প্রথম তিনমাস এটি পরীক্ষামুলক ভাবে জয়পুরহাট ও পাঁচবিবির ২০ পয়েন্টে চলবে।
Leave a Reply