নিজস্ব প্রতিবেদক
গতকাল রবিবার জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সেনাবাহিনীর কমান্ডার ১১১ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ইফতেখারুল মাবুদ,। তিনি প্রথমে পাঁচবিবি বাজার এলাকার বারোয়ারী মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি মন্দির কমিটি ও স্থানীয় হিন্দু নেতা ও প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং সকলকে শান্তি সম্প্রীতি বজায় রেখে , নির্ভয়ে আসন্ন পূজার প্রস্তুতি নিতে আহ্বান জানান।
পরবর্তীতে তিনি আতাপুর এ অবস্থিত আদিবাসী একাডেমিতে সাওতাল, বর্মন, সিংহ, পবন, মাহাতুসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সাথে তাদের নানা সুবিধা অসুবিধা ও সুরক্ষার বিষয় নিয়ে কথা বলেন। পাশাপাশি তিনি পাঁচবিবি থানা এবং মিশনারী স্কুলও পরিদর্শন করেন।
এ সময় কমান্ডার মহোদয়ের সাথে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক ৩৯ বীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং ওসি পাঁচবিবি থানা।
২। সর্বশেষে, কমান্ডার ১১১ পদাতিক ব্রিগেড, জয়পুরহাট সদর থানা পরিদর্শন করেন। তিনি ০৫ আগস্ট এর হামলায়, ক্ষতিগ্রস্থ থানা ও তার পূনঃসংস্কার কাজ পরিদর্শন করেন।
পরবর্তীতে তিনি, থানার সকল পুলিশ সদস্যের সাথে কথা বলেন। পুলিশ কর্মকর্তাদের স্বতস্ফূর্ত ভাবে নবোউদ্দমে কার্যক্রম পরিচালনার জন্য তিনি উৎসাহ প্রদান করেন। উক্ত পরিদর্শনের সময়, কমান্ডার মহোদয়ের সাথে আরো উপস্থিত ছিলেন অধিনায়ক ৩৯ বীর, জয়পুরহাট জেলা প্রশাসক, এসপি, র্যাব -৫ এর কোম্পানি অধিনায়ক, আনসার জেলা কমাড্যান্ট ও বিএনপি নেতারা ।
Leave a Reply