জয়পুরহাট প্রতিনিধিঃ
‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, ‘জীবনের জন্য সড়ক, হাটা ও সাইকেল চলা নিরাপদ করা’ এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে সচেতনতামূলক এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুর-ই-আলম।
এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা কমিটির সহ-সভাপতি নুরুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আরাফাত হোসেন মুন।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংসার গ্রহণ করেন।
এ সময় বক্তারা সড়কে নিরাপদে চলাচলে নানা রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং তা মেনে চলার জন্য আহবান জানান।
Leave a Reply