জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে পাচারের সময় প্রায় ২০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব। এ ঘটনায় দুই ভাইসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর আড়াইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানায় র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিদ্যানগর এলাকার রেহান উদ্দিনের ছেলে সোহেল রানা, হরিপুরের মৃত আব্দুল মালেকের ছেলে রুবেল মিয়া, নোয়াখালীর কোম্পানীগঞ্জের জাহাজাদপুর এলাকার মৃত নূরুল হুদার ছেলে সৈয়দ মোঃ মেহেদী হাসান ও তার ভাই সৈয়দ মোঃ আকরামুল হাসান।
র্যাব জানান, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও হত্যা মামলা রয়েছে। আসামী রুবেলও মাদক মামলার আসামী। তারা দীর্ঘদিন যাবৎ ব্রাক্ষণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান মাইক্রোবাসে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গত মধ্যরাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা সাড়ে ১৯ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply