জয়পুরহাটে আগামী ১২ অক্টোবর থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় আড়াই লাখ শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। সোমবার বেলা ১২ টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে টাইফয়েড বিষয়ক এক ক্যাম্পেইনে বক্তারা এসব কথা জানান।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসরিয়াত জাহান বর্ষা।
এসময় আরও বক্তব্য রাখেন, জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ আল মামুন, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সাজেদুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম মোল্লা সুমন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জুবাইর মোঃ আল ফয়সাল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
ক্যাম্পেইনে জানানো হয়, টাইফয়েডের টিকার জন্য ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী শিশু, কিশোর-কিশোরী অথবা প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণিতে পড়াশোনা করা ২ লাখ ২৬ হাজার জনকে টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এজন্য প্রত্যেককে জন্মসনদের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। এই টিকা টাইফয়েড জনিত কারনে মৃত্যু ও অসুস্থতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।
Leave a Reply