জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ৩টি ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী ও মাদক কারবারি ইলিয়াসকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দুপুরে ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গেল গভীর রাতে পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইলিয়াস পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেপ্তারকৃত ইলিয়াস সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-মাদক সংগ্রহ করে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকার সাধারণ জনগণকে জিম্মি করে রাখত, যেন কেউ তার সন্ত্রাসী কার্যক্রম ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণের ব্যাপারে মুখ খুলতে না পারে। এছাড়াও অবৈধ অস্ত্রের প্রভাব খাটিয়ে সে পাঁচবিবি এলাকায় বিভিন্ন মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো।
এমন বিভিন্ন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply