জয়পুরহাট প্রতিনিধিঃ
আওয়ামী লীগ সরকার পতনের ৫ আগস্ট জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বুলেট প্রæফ জ্যাকেট ও একটি ওয়াকিটকি উদ্ধার করেছে র্যাব।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব জানায়, ২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় কিছু দুর্বৃত্ত জয়পুরহাট সদর থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। সেসময় তারা থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যায়। এসময় মালামাল উদ্ধারে র্যাব বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম দেবীপুর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এসময় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বুলেট প্রæফ জ্যাকেট ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। পরে তা সদর থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply