সেলিম হোসেন , জয়পুরহাট
জয়পুরহাট সদর উপজেলার পাইকরদাড়িয়া এলাকা থেকে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-৫ ।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে পাইকরদাড়িয়া এলাকা হতে মাদক ব্যবসায়ী ১। শ্রী শ্যামল চন্দ্র মহন্ত (৫২), পিতা-মৃত রাজেন্দ্র নাথ মোহন্ত, সাং-পাইকরদাড়িয়া, ২। মোঃ ইমরান হোসেন (৩০), পিতা-মৃত-মোঃ আবুল হোসেন, সাং-মহুরুল, ৩। মোঃ নাঈম হোসেন (২৩), পিতা-মোঃ ফারুক হোসেন, সাং-মুহুরুল, সকলের থানা ও জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী শ্যামল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ইমরান ও নাইম এর মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরপর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন পাইকরদাড়িয়া নামক এলাকা থেকে র্যাবের একটি আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply