জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার করিয়া দরগারঘাট এলাকা থেকে ১৩৬ ফেনসিডিলসহ আবু হাসান সাজু (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপতার করেছে র্যাব। বুধবার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আবু হাসান সাজু সদর উপজেলার কল্যাণপুর গ্রামের শাহাদাতের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কােম্পানী অধিনায়ক রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদীন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে জয়পুরহাট ও বগুড়া জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। গতরাতে র্যাবের কাছে গোপন সংবাদ আসে ভারত সীমান্ত থেকে ফেনসিডিলের একটি চালান করিয়া বাজার এলাকা হয়ে পাঁচবিবি শহরের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে পশ্চিম করিয়া দরগাঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১৩৬ বোতল ফেনসিডিলসহ আবু হাসান সাজুকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply