জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী এলাকায় এক বাড়ির পাশের লাউ গাছের নীচ থেকে একটি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়। তবে স্থানীয়দের ধারনা সেই মরদেহটি ৫ মাস আগে নিখোঁজ হওয়া নাইম হোসেন নামে এক যুবকের।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামের সামছুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রীরা কাজ করছিল। শনিবার সন্ধ্যায় এক শ্রমিক নতুন টয়লেট নির্মানের জন্য মাটি খনন করতে যায়। এসময় ওই স্থানে লাউ গাছ লাগানো ছিল। সেই শ্রমিক লাউ গাছ অপসারণ করতে মাটিতে কোদাল দিয়ে কোপ দেয়। এসময় লাউ গাছটি গর্ত হয়ে নীচে যায় এবং দুর্গন্ধ বের হতে থাকলে মিস্ত্রির লোকজন গিয়ে মাটি খুড়লে একটি প্যান্ট ও মাথার খুলিসহ হাড়ের স্তুুপ দেখতে পায়। এসময় বাড়ির মালিক পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মাথার খুলিসহ হাড়ের স্তুপ উদ্ধার করে।
ওহেদুল ইসলাম নামে একজন বলেন, ৪-৫ আগে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী নয়াপাড়া গ্রামের মৃত মাসুদ রানার ছেলে নাঈম হোসেন (২৩) বাড়ি ধরঞ্জী বাজারের উদ্দেশ্য বের হয়ে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। সে আমার ভাগিনা। এ ঘটনায় আমি পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করি। এখন পর্যন্ত তার সন্ধান মেলিনি। এ মরদেহটি তা৷ হতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ইশতিয়াক আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হাড়ের স্তুপ উদ্ধার করেছে। তবে নিখোঁজ যুবক নাঈম হোসেনকে হত্যার পর ওই স্থানে পুতিয়ে তার উপরে লাউ গাছ লাগানো হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া মরদেহটির ডিএনএ সহ প্রয়োজনীয় সব কিছু সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply