সাগর কুমার, জয়পুরহাট
জয়পুরহাটে স্যান্ডেলের ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে এক নারী মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার দুপুরে জয়পুরহাট রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোতাহারা বেগম রাজশাহী গোদাগাড়ী উপজেলার সহরাগাছী গ্রামের রিপনের স্ত্রী।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, গ্রেফতারকৃত ওই নারী রাজশাহী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী, নওগাঁ ও জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন।
রোববার দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে সে মাদক পাচার করছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদের ভিত্তিতে সেই ট্রেনে অভিযান চালায় র্যাব। এসময় সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র্যাব। পরে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার পায়ের স্যান্ডেলের তলার ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থান ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply