জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট পূর্ব শত্রুতার জেরে আলী আহম্মেদ হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের ১০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে সিনিয়র দায়রা জজ নূর ইসলাম আসামীদের অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মতলেব ও তার ছেলে বাবু।
মামলার বিবরণে গেছে, ২০০৫ সালের ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর গ্রামে আলী আহম্মেদ বাড়িতে গিয়ে পূর্ব শত্রুতার জেরে আসামীরা তাকে রড, লাঠি ও চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় আলী আহম্মেদকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে থানায় জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
Leave a Reply