নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটের দুইটি আসনের ৫টি উপজেলা থেকে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
শনিবার দুপুর থেকে কঠোর নিরাপত্তার মধ্যে এসব সরঞ্জাম পাঠানো হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, ৭ জানুয়ারি নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার ব্যালট পেপার ছাড়া নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, আনসার সদস্যসহ নির্বাচনী সরঞ্জাম জেলার কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। আর ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে।
এদিকে জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৫৪ টি। এছাড়া জেলার দুইটি আসনে মোট ভোটার ৭ লাখ ৭৯ হাজার ৬৯৯ জন।
Leave a Reply