জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা নিতে আসা নির্মল চন্দ্র মহন্ত নামে এক রোগীকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত মুরাদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগি শনিবার (১২ আগস্ট) দুপুরে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দিলে অভিযোগটি সাধারণ ডায়েরী হিসেবে এন্ট্রি করে তদন্ত করছে পুলিশ। এছাড়া হাসপাতালের তত্ত্বাবধয়াকের কাছেও একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এর আগে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগি নির্মল চন্দ্র মহন্ত জয়পুরহাট শহরের পাটারপাড়া এলাকার মৃত বিরেন্দ্রনাথ মহন্তের ছেলে। আর অভিযুক্ত মুরাদ হোসেনের বাড়ি শহরের সাহেবপাড়া এলাকায়। তার বাবার নাম হারুন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, শনিবার সকালে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসেন নির্মল। সেখানে জরুরী বিভাগের দায়িত্বে থাকা মুরাদ হোসেন তাকে তাৎক্ষনিক চিকিৎসা দেওয়া যাবেনা বলে জানান। নির্মল খুব অসুস্থ হওয়ায় সেসময় চিকিৎসা দিতে বললে মুরাদ তাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে মারধর করে।
ভুক্তভোগি নির্মল চন্দ্র মহন্ত বলেন, এর আগে একবার হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছিলাম। সেখানে সরকার নির্ধারিত ফির চাইতে মুরাদ অতিরিক্ত টাকা দাবি করে। আমি টাকা না দেওয়ায় আমার উপর তার রাগ। আজকে হাসপাতালে গেলে পূর্বের রাগের জের সে তাৎক্ষনিক চিকিৎসা দিবেনা বলে জানায় এবং চড় থাপ্পর ও ধাক্কা মারে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত মুরাদ হোসেন বলেন, আপনি আরওএমও স্যারের সাথে দেখা করেন।
অভিযোগ তো আপনার বিরুদ্ধে এমন প্রশ্ন করা হলেও তিনি বলেন, এ বিষয়ে আরএমও স্যারের সাথেই কথা বলেন।
হাসপাতালের আরএমও ডাঃ শহীদ হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, থানায় অভিযোগ এসেছে। অভিযোগটি সাধারণ ডায়েরীভুক্ত করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply