ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম জানা যায়নি। তবে, তারা একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ভাটই বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ওই ৩ জন ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply