চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদুয়া বাজার নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া লোহাগাড়া থানার এসআই মাসুদ মুন্সি জানান, মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন তিন তরুণ। এ সময় বিপরীত দিকে থেকে আসা একটি বাস মিনিট্রাককে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় মোটরসাইকেলকে। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই ঘটনাস্থলে মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের একজন নয়াপাড়া এলাকার নুরুল আবছার। বাকি দুজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মিনিট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
Leave a Reply