দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৩৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ৮৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও অভিযানে ৪টি ওয়ান শুটার গান, একটি এলজি, একটি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৩৭ রাউন্ড গুলি, ৩টি রাবার বুলেট ও ৮টি কার্তুজসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
Leave a Reply