নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় পাটচাষী সমাবেশ’২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা হলরুমে পাট অধিদপ্তর এই সমাবেশের আয়োজন করে।
নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পাটচাষী সমাবেশের উদ্বোধন করেন।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় “সোনালী আঁশের সোনার দেশ, শিরোনামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সদরের এসি ল্যান্ড শওকত মেহেদী সেতু।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।
সমাবেশে প্রকল্পভুক্ত নওগাঁ সদর, মান্দা, বদলগাছি ও ধামইরহাট উপজেলার ২০০ পাটচাষী এই সমাবেশে অংশগ্রহণ করেন।
Leave a Reply