নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় পুরস্কার বিতরণের মধ্যে দিনব্যাপী আন্তঃশ্রেণী বিতর্ প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা ২০২৩ শেষ হয়েছে। বিয়াম ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের সমন্বয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলার আয়োজন করে।
বিকাল ৩টায় বিয়াম ল্যাবরেটরী স্কুল চত্বরে আব্দুল জলিল মুক্তিযুদ্ধ মুক্ত মঞ্চে আয়োজিত পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন এবং বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ মোঃ শরিফুর রহমান।
মোট ১৩৫টি ষ্টলে শিক্ষার্থীরা তাঁদের নিজস্ব উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করেছে। ২২টি গ্রুপে মোট শতাধিক শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
একটি প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের সমন্বয়ে এমন আয়োজন শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে।
Leave a Reply